clock Thursday, 10 April 2025, ২৭ চৈত্র ১৪৩১

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০টি সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, "আমরা সৎ, যোগ্য দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে চাই এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই।শুক্রবার ( এপ্রিল) রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আগে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা কারচুপির মাধ্যমে সংসদে যাওয়া। এবার জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা বিগত এক যুগের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই এবং গণমানুষের রাজনীতিকে আবার সামনে আনতে চাই।"

এনসিপির সংগঠনিক কাঠামো নিয়ে প্রশ্নে সারজিস আলম জানান, এক সপ্তাহের মধ্যে জেলা উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং এপ্রিল মাসের মধ্যেই কমিটি চূড়ান্ত করা হবে। তিনি বলেন, "এনসিপির নেতৃত্ব তরুণদের ওপর নির্ভর করবে, তবে অভিজ্ঞদের পরামর্শও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, "দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতে হতে হবে। বিগত এক যুগ ধরে আমরা ডমিনেন্স অনুভব করেছি, কিন্তু এখন থেকে আমরা সমতা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে তুলতে চাই।"

সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ ইমতি সদস্য সচিব রহমত আলী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য