একজন বাস্তব মানুষ ভেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বান্ধবীর সঙ্গে ‘লং ডিসট্যান্স রিলেশনশিপে’ জড়িয়ে প্রায় ২ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি) খুইয়েছেন এক চীনা যুবক।
সিসিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই শহরের লিউ (ছদ্মনাম) নামের এক ব্যক্তি ‘মিস জিয়াও’ নামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। মিস জিয়াও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, অনলাইনে ছবি ও ভিডিও পাঠাতেন। লিউ ভেবেছিলেন, তিনি সত্যিকারের একজন মানুষের সঙ্গে সম্পর্কে আছেন। কিন্তু বাস্তবে ‘মিস জিয়াও’ ছিল একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র, যা প্রতারকরা জেনারেটিভ এআই-এর মাধ্যমে তৈরি করেছিল।
প্রতারকচক্র বুদ্ধিমান এআই ব্যবহার করে লিউকে বিশ্বাস করায় যে, তার ‘প্রেমিকা’ চিকিৎসার খরচ এবং ব্যবসার জন্য আর্থিক সংকটে পড়েছেন। তারা নকল মেডিকেল রিপোর্ট ও ভুয়া বিল তৈরি করে এমনভাবে উপস্থাপন করে, যাতে লিউ সহানুভূতি দেখিয়ে তাকে সাহায্য করেন। দীর্ঘদিন ধরে সম্পর্কের ভ্রমে থেকে লিউ ধাপে ধাপে ২ লাখ ইউয়ান প্রতারকদের হাতে তুলে দেন।
পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, লিউকে পাঠানো সব ছবি ও ভিডিও ছিল সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি। এআই প্রযুক্তির মাধ্যমে মেয়েটির আবেগ, কথা বলার ধরন ও প্রতিক্রিয়া এতটাই বাস্তবসম্মত ছিল যে, লিউ কখনো সন্দেহ করেননি তিনি প্রতারিত হচ্ছেন।
বিশ্বজুড়ে এআই-ভিত্তিক প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীরা কেবল বাস্তব ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ করেই নয়, সম্পূর্ণ নতুন, কল্পিত পরিচয় তৈরি করেও অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, এআই স্ক্যাম প্রতিরোধে প্রযুক্তিগত সচেতনতা ও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?