clock ,

ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু

ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা, দুই মেয়ে নানী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার সকাল ৬টা ৩০ মিনিটে গাজীপুর এলাকার প্রগতি ফিড মিলের সামনে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে গৌরীপুরগামী অটোরিকশার সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার ভাংনামারী ইউনিয়নের দুব্রারচর গ্রামের  কুলসুমা বেগম (৯৫), মেয়ে মো. মানিকের স্ত্রী দিলরুবা (৪০), দুই মেয়ে প্রীতি (০৭) রীতি (১৪)  এছাড়া, একই পরিবারের আহত দুইজনমাহি (১৬) শ্যামলী (২০)— ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশার চালক প্রতিবন্ধী ছিলেন। দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে হাসপাতালে নিলে মারা যান দিলরুবা।

নিহত দিলরুবার মামা কামরুল হাসান আকন্দ জানান, দিলরুবা তার স্বামী মানিক ময়মনসিংহ নগরীর নাটক ঘর এলাকায় ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা অটোরিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে তাদের অটোরিকশা ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এই প্রাণহানি ঘটে।



 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য