ঈদ এলে
মোঃ সৈয়দুল ইসলাম
ঈদ এলে হাসি খুশি
থাকে সবার মুখটা,
ঘরে ঘরে বিরাজ করে
ক্ষণস্থায়ী সুখটা।
নতুন নতুন পোশাকে
ভুলে যায় দুখটা,
দ্বিধা দ্বন্দ্ব ভুলে আরো
বুকে মিলায় বুকটা।
আকাশে বাতাসে ঈদের
বাজে খুশির বীণটা,
ধনী গরীব সবারই
কাটে ভালো দিনটা।
ঈদ
আলিফা তাবাচ্ছুম শিখা
ঈদ মানে দারুণ খুশি ঈদ মানেই সুখ
ঈদ এলে সব মুসলমানদের গর্বে ভরে বুক।
ঈদ মানে চাঁদের আলোয় ভূবন ভরা হাসি
ঈদ মানে ছোট্ট সোনামণিদের খুশি রাশি রাশি।
ধনীর দুলালের রোজা ইফতার কেটেছে নানান স্বাদে
গরিব, মিসকীন পথশিশুর পানি-পান্তা ভাতে।
তাও জোটেনি রোজ হায়রে নিয়তির দোষ।
বড় বাবুর ছেলের অঢেল নতুন জামা
পড়বে কি তাই সে ভেবে পায় না,
পথশিশুর জোটেনা ভাত পাবে কোথায় জামা-প্যান্ট
তাই, আতর-খুশবু সুরমার ঘ্রাণ দুরে দারিয়ে তারা নিয়েছে সুঘ্রাণ।
সেমাই পোলাও ফিরনী কিছুই জোটেনি সিরনী
বুকে জ্বলছে অগ্নি ঈদের খুশি বোঝেনি।
ভরসা শুধু জান্নাত সেখানে গিয়ে নেবে ঈদের সুঘ্রাণ।
বাবাদের ঈদ
কাজী নাজরিন
ঈদের আমেজ ঘরে ঘরে
জামা কেনার ধুম
নিদ্রাবিহীন বাবারা সব
নাই দু'চোখে ঘুম।
খোকা খুকু বায়না ধরে
কিনবে নতুন জামা
মাসের শেষে টানাপোড়েন
জ্বলজ্বল চোখ তামা।
মাসিক খরচ আগের মতো
ঈদ মানে যমদূত
মাথায় চিন্তা কপালে ভাঁজ
পোড়া মাটির ভূত।
টেনেটুনে কেনাকাটা
সবার জন্য হলো
বাবারা সব বাজেট ছাড়া
ঈদ টা কেটে গেলো।
বাবাদের সুখ সবার মাঝে
নিজের বেলায় কম
সুখের বেলা ফেরার আগে
বাবার নামে দম...
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?