clock ,

ইসরায়েলের বোমা হামলায় গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী নিহত

ইসরায়েলের বোমা হামলায় গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী নিহত

গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিস ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) মধ্যরাতে গাজাজুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় তার মৃত্যু হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইশাম দা-লিস গাজায়সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ।

ইসরায়েলের হামলায় নিহত অন্যদের মধ্যে রয়েছেনগাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলোর দায়িত্বে ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের উচ্চপদস্থ এই চার নেতাকে টার্গেট করেই হামলা চালানো হয়। মধ্যম সারির কমান্ডারদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যাতে হামাসের সামরিক প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়া যায় এবং তারা গাজার নিয়ন্ত্রণ হারায়।

এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েলি হামলায় গাজার সাবেক প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা নিহত হন। এরপর ইশাম দা-লিস তার স্থলাভিষিক্ত হন।

ইসরায়েলি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি হামাস জিম্মিদের মুক্ত না করে, তবে গাজায় এই ধরনের হামলা আরও চালানো হবে। সোমবার রাতে চালানো এই বোমা হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী শিশু রয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য