সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে এই আলোচনা হবে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও বৈঠকের সময়সূচি ঘোষণা করা হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত নিতে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠানো হয়েছিল। ১৩ মার্চের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হলেও গতকাল পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ আরও ১৪টি দল আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ মতামত দেবে বলে কমিশনকে জানিয়েছে।
সংস্কার বিষয়ে ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি কমিশন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দফার আলোচনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার সম্ভাবনা কম। তার অনুপস্থিতিতে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা দলগুলোর সঙ্গে সংলাপ চালাবেন। পৃথক আলোচনার পর সব দলকে একসঙ্গে নিয়ে দ্বিতীয় দফার আলোচনা হবে, যেখানে মূলত প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?