clock ,

ইসরাইলি বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

ইসরাইলি বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা

ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্ক এবং কেন্দ্রীয় শহর হামায় হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলাগুলো হয়েছে।

সানা জানায়, ইসরাইলি বাহিনী দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের আশপাশে হামলা চালিয়েছে। আরেকটি হামলা সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে হয়েছে। তবে, এখন পর্যন্ত কোন প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণও নিয়েছে, যা ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

ইসরাইল এই সুযোগে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় শত শত হামলা চালিয়েছে, যার মধ্যে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য