clock ,

‘উগ্রবাদের শঙ্কা’ নিয়ে প্রতিবেদন; সরকারের প্রতিক্রিয়া

‘উগ্রবাদের শঙ্কা’ নিয়ে প্রতিবেদন; সরকারের প্রতিক্রিয়া

পহেলা এপ্রিল দ্য নিউইয়র্ক টাইমসে বাংলাদেশ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে দেশের সরকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, "অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ড লাইনারস্ সি অ্যান ওপেনিং"—যার অর্থ হলো, বাংলাদেশ যখন নতুন রূপে গড়ে উঠছে, তখন ইসলামী কট্টরপন্থিরা নতুন সুযোগ দেখছে।

প্রতিবেদনটিতে দেশটির রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। এতে নারীদের প্রতি বিদ্বেষ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, এবং ইসলামী গোষ্ঠী আহমদিয়াদের উপর আক্রমণের মতো বিষয়গুলো উঠে এসেছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ইসলামী রাজনৈতিক দল কট্টরপন্থি সংগঠনগুলোর কর্মকাণ্ড এবং তাদের চলমান তৎপরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে সরকারের বিরুদ্ধে নমনীয়তা প্রদর্শনের অভিযোগও উঠে এসেছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটিবিভ্রান্তিকর এবং একপেশেবলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। এপ্রিল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উগ্রবাদের উত্থান নিয়ে প্রতিবেদনের অভিযোগ নাকচ করে দেন এবং বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না। একই দিন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, সরকারের পক্ষ থেকে উগ্রবাদের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তবে, বিশ্লেষকরা বলেন, গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে স্পষ্ট যে, সরকার একদিকে উগ্রবাদ মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, আবার অন্যদিকে সরকারী কর্মকাণ্ডে কিছু নমনীয়তা প্রদর্শিত হয়েছে, যা বিভিন্ন সময় সরকারের সমালোচনার কারণ হয়েছে। তারা মনে করেন, প্রতিবেদনটি সরকারের কাজের প্রতি পর্যালোচনার সুযোগ সৃষ্টি করেছে, তবে এর কোনো কোনো দিক একপেশে বিভ্রান্তিকর হতে পারে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য