clock ,

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পর্যালোচনা করছে: প্রেস সচিব

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পর্যালোচনা করছে: প্রেস সচিব

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের বিকল্পগুলো চিহ্নিত করছে, যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

এতে বলা হয়, গত কয়েক দিন আগে যুক্তরাষ্ট্র নতুন করে দেশগুলোর ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের আওতায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক ছিল।

হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্র দাবি করেছে, বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) এক বিবৃতিতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং এটি আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা জোরদারে কাজ করে আসছি।" তিনি আরও আশা করেন, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান এই কার্যক্রম শুল্ক সংক্রান্ত বিষয়গুলোর সমাধানে সহায়ক হবে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য