যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা করার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। গতকাল (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই নতুন শুল্ক ব্যবস্থা ঘোষণা করেন, যার মাধ্যমে আমেরিকার বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর রপ্তানিশুল্ক আরোপ করা হবে। এই শুল্কের হার ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৬ শতাংশ পর্যন্ত হতে পারে, যা বাণিজ্যিক বিশ্বে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক ঘণ্টার মধ্যে বেড়ে গিয়ে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম ৩,১২৯ দশমিক ৪৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৭৬ হাজার ৮৯৯ দশমিক ৩৩ টাকা) পর্যন্ত পৌঁছেছে। গতকালের তুলনায় এটি দশমিক ৬ শতাংশ বেড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হঠাৎ মূল্যবৃদ্ধি প্রত্যাশিত ছিল, বিশেষ করে যখন বাজারের অনিশ্চয়তা বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্রে প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী তাই উওং রয়টার্সকে বলেন, “ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি আগ্রাসী। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তাহলে তা স্বর্ণের বিক্রি বৃদ্ধি করবে এবং ডলারের মান কমে যেতে পারে।” তিনি আরও বলেন, “শুরুতেই যদি বাজারে অস্থিরতা তৈরি না হয়, তাহলে ধীরে ধীরে স্বর্ণের দাম আরও বাড়বে এবং শিগগিরই প্রতি আউন্স ৩,২০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮৫ হাজার ৩৯৪ দশমিক ৮৮ টাকা) পৌঁছাবে।”
করোনা মহামারির পর থেকেই ডলারের মানের ওঠানামা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে। সবচেয়ে বড় ক্রেতা হিসেবে সেখানে রয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে অনেক বিনিয়োগকারীও এখন ডলারের পরিবর্তে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখতে শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার ফলে স্বর্ণের দাম আরও উচ্চতর হতে পারে।
বিশ্ববাজারে এই ধরনের অস্থিরতার প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য স্বর্ণকেই নিরাপদ পুঁজি হিসেবে দেখতে শুরু করেছে বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠান। তাই উওং মন্তব্য করেন, “এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে স্বর্ণের বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে, যা অবশ্যই স্বর্ণের দাম আরও বৃদ্ধি করবে।”
এদিকে, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক পরিকল্পনা বিশ্ব বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে স্বর্ণের দাম বৃদ্ধি এক ধরনের প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?