clock ,

ইশরাককে মেয়র ঘোষণা: গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে ইসি

ইশরাককে মেয়র ঘোষণা: গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতের দেওয়া রায়ের পর তাকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে কি নাসে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

চিঠির বিষয়ে নিশ্চিত করে ইসি সূত্র জানিয়েছে, আদালতের রায়ের প্রেক্ষিতে গেজেট প্রকাশ একটি স্পর্শকাতর আইনি বিষয় হওয়ায় তা নিয়ে আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট মতামত প্রয়োজন বলে বিবেচনা করছে কমিশন।

এর আগে, ২০২০ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক। রায়ের পরই আদালত প্রাঙ্গণে বিজয় মিছিল করেন তিনি।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম জানান, নির্বাচনে ইভিএমে জালিয়াতি, ভোটারদের ভোটাধিকার রুদ্ধ, নির্বাচনী সহিংসতা এজেন্টদের মারধরের অভিযোগে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের মার্চ মামলা করেছিলেন ইশরাক। আদালত মামলার পূর্ণাঙ্গ শুনানি শেষে নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

মামলার আবেদনে ইশরাক উল্লেখ করেন, নির্বাচনের দিন তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়, তার নির্বাচনী পোস্টার ছেঁড়া হয়, মাইক ভাঙচুর করা হয় এবং প্রচারণায় ব্যাপক বাধার সম্মুখীন হন তিনি। এসব ঘটনার বিষয়ে ইসিতে লিখিত অভিযোগ দিলেও কমিশন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন ইশরাক।

এখন আদালতের রায়ের পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা নির্ভর করছে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যার ওপর।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য