clock ,

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ ও মান্ধানা

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ ও মান্ধানা

ক্রিকেটেরবাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ২০২৫-এর সংস্করণে ভারতের জসপ্রিত বুমরাহ স্মৃতি মান্ধানাকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত অ্যালমানাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

২০২৪ সালে টেস্টে ২০-এর নিচে গড় রেখে ৭১ উইকেট নেওয়ার অসামান্য কীর্তির স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার বুমরাহ। তিনি ইতিহাসের প্রথম টেস্ট বোলার, যিনি ২০০ উইকেট নিয়েছেন ২০-এর নিচে বোলিং গড় নিয়ে। এছাড়া ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এদিকে, বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে সব ফরম্যাট মিলিয়ে তিনি করেছেন সর্বোচ্চ ,৬৫৯ রান, যার মধ্যে ছিল চারটি ওয়ানডে সেঞ্চুরিযা নারী ক্রিকেটে এক বছরের মধ্যে নতুন রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তার ১৪৯ রানের ইনিংস দলকে ১০ উইকেটে জয় এনে দেয়।

উইজডেনের অন্যান্য স্বীকৃতি

টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)

উইজডেন ট্রফি (বর্ষসেরা পারফরম্যান্স): মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ভারতের বিপক্ষে এক টেস্টে ১৩ উইকেট

বিশেষ সম্মাননা: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) – ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের স্বীকৃতিতে

এছাড়াও ইংল্যান্ডের গ্রীষ্মকালীন ক্রিকেট মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচ ক্রিকেটারকেউইজডেন ক্রিকেটার্স অব দ্য ইয়ারনির্বাচিত করা হয়েছে। এই স্বীকৃতি একজন খেলোয়াড় মাত্র একবারই পেতে পারেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য