বিশ্বের প্রায় ১৩০ কোটির বেশি ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান পরিচালিত টেলিভিশনে তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আইরিশ-আমেরিকান কার্ডিনাল কেভিন ফারেল।
পোপের মৃত্যুর পর ক্যাথলিক চার্চের রীতি অনুযায়ী, অন্তর্বর্তীকালীনভাবে ভ্যাটিকান সিটি পরিচালনার দায়িত্ব নেন 'ক্যামেরলেঙ্গো'। বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন কার্ডিনাল কেভিন ফারেল, যিনি ২০১৯ সালে পোপ ফ্রান্সিসের মনোনয়নে এ পদে নিযুক্ত হয়েছিলেন।
৭৭ বছর বয়সী ফারেলের জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি স্পেনের সালামানকা বিশ্ববিদ্যালয় এবং ইতালির পন্তিফিকাল গ্রেগোরিয়ান বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অধ্যয়ন করেন। জীবনের একটি বড় সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন এবং ২০০৭ সালে ডালাসের বিশপ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে ভ্যাটিকানে নিয়ে আসেন।
ক্যামেরলেঙ্গো হিসেবে তার দায়িত্ব শুধু প্রশাসনিক পরিচালনায় সীমাবদ্ধ নয়। পরবর্তী পোপ নির্বাচনের জন্য আয়োজিত গোপন সম্মেলন ‘কনক্লেভ’ পরিচালনাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। কনক্লেভে ভোটাভুটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিনালরা নতুন পোপ নির্বাচিত করবেন।
উল্লেখ্য, অতীতে দুইজন ক্যামেরলেঙ্গো পরবর্তীতে পোপ হয়েছেন—জিওআচিনো পেচ্চি (পোপ লিও দ্বাদশ) এবং ইউজেনিও প্যাসেলি (পোপ পিয়াস দ্বাদশ)। এখন দেখার বিষয়, কার্ডিনাল ফারেল সেই ঐতিহাসিক ধারায় যুক্ত হন কি না।
পোপ ফ্রান্সিস ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান পোপ। তিনি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালে পোপ হিসেবে অভিষিক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?