clock ,

ইরাকে বহুতল মার্কেটে ভয়াবহ আগুনে মৃত্যু ৬১ জনের, তিন দিনের শোক ঘোষণা

ইরাকে বহুতল মার্কেটে ভয়াবহ আগুনে মৃত্যু ৬১ জনের, তিন দিনের শোক ঘোষণা

ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের কুত শহরে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ দুর্ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার পর দমকল বাহিনী জীবিত অবস্থায় ৪৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় শনাক্ত করা গেলেও একটি মৃতদেহ এতটাই দগ্ধ হয়েছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতভর পাঁচতলা ভবনটিতে দাউদাউ করে আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহী ঘটনাকেভয়াবহ বিপর্যয়বলে উল্লেখ করেন। তিনি জানান, শপিং মলের পাশাপাশি ভবনের একটি রেস্তোরাঁতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় অনেকেই পরিবার নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন কিংবা কেনাকাটা করছিলেন, ফলে বহু মানুষ ভবনের ভেতরেই আটকা পড়ে যান।

তিনি বলেন, “আমরা বহু মানুষকে জীবিত উদ্ধার করেছি এবং আগুন এখন নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত ভয়াবহ। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় ভবন মার্কেটের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কুত শহরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ইরাকে বহু বাণিজ্যিক ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা দুর্বল ঝুঁকিপূর্ণ বলে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। এই অগ্নিকাণ্ড সেই অব্যবস্থাপনারই একটি মর্মান্তিক উদাহরণ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য