clock ,

ইন্টারপোলের রেড নোটিশের আওতায় সাবেক আইজিপি বেনজীর, ১১ জনের আবেদন পর্যালোচনাধীন

ইন্টারপোলের রেড নোটিশের আওতায় সাবেক আইজিপি বেনজীর, ১১ জনের আবেদন পর্যালোচনাধীন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধেরেড নোটিশজারি করেছে। সংস্থাটি গত ১০ এপ্রিল এই নোটিশ জারি করে বলে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দিলে এনসিবি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো), বাংলাদেশ ইন্টারপোলের কাছে আবেদন করে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতির অনুসন্ধান শুরু হলে তিনি ২০২৩ সালের মে দেশ ত্যাগ করেন। এরপর থেকেই তিনি পলাতক।

পুলিশ সদর দফতরের সূত্রগুলো জানায়, রেড নোটিশ কোনো গ্রেফতারি পরোয়ানা না হলেও অভিযুক্ত ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণ জটিল হয়ে পড়ে। বিমানবন্দর বা সীমান্ত পয়েন্টে তাকে আটক করে সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জন সাবেক মন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ অনেকে।

শেখ হাসিনাসহ এসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতা। ব্যাপারে ইন্টারপোলের সঙ্গে ইতিমধ্যেই চিঠি আদান-প্রদান একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে জানা গেছে। ইন্টারপোল বর্তমানে বিষয়গুলো আইনগত পর্যালোচনার আওতায় রেখেছে।

সূত্র জানায়, রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, তবে এটি ১৯৬টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

এর পাশাপাশি, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছেবিশেষ করে ভারত, সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়ার মতো দেশগুলোর সহযোগিতা চাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য