জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি ‘থার্ড টেম্পল’ নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলের কট্টরপন্থি অবৈধ বসতিস্থাপনকারীরা। হিব্রু ভাষার একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এমন পরিকল্পনা নিয়ে প্রকাশ্য আলোচনা শুরু হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ফিলিস্তিন।
শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, বিষয়টি নিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক সতর্কতা জারি করেছে। এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনাকে “ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে একটি পদ্ধতিগত উসকানি” হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে ফিলিস্তিন সরকার জাতিসংঘ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেছে, “আল-আকসা ভাঙার পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি দখলদার বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় অবৈধ বসতিস্থাপনকারীরা নিয়মিতভাবে আল-আকসা চত্বরে প্রবেশ করে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে ধর্মীয় প্রার্থনা করে এবং মুসলিমদের উস্কানি দিয়ে উত্তেজনা ছড়ায়।
জেরুজালেমের দীর্ঘদিনের স্ট্যাটাস কু অনুযায়ী, অমুসলিমদের আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা নিষিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে কট্টর ইহুদিরা সেখানে নিয়মিত প্রবেশ করছে, যা জেরুজালেমের ঐতিহাসিক অবস্থানকে ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করছে ফিলিস্তিন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।
ইসরায়েলি কট্টরপন্থিরা দীর্ঘদিন ধরেই মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত আল-আকসা ধ্বংস করে ঐতিহাসিক ‘থার্ড টেম্পল’ নির্মাণের দাবি করে আসছে। বর্তমানে এই দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?