clock ,

ইনটেলের নতুন সিইও’র বেতন ১০ লাখ ডলার, এক্সট্রা বোনাস ২০ লাখ ডলার

ইনটেলের নতুন সিইও’র বেতন ১০ লাখ ডলার, এক্সট্রা বোনাস ২০ লাখ ডলার

মার্কিন চিপ নির্মাতা ইনটেল তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ট্যান লিপ বুকে নিয়োগ দিয়েছে। তার বার্ষিক বেতন হবে ১০ লাখ ডলার এবং তিনি বছরে ২০ লাখ ডলার পর্যন্ত নগদ বোনাস পাবেন। শুক্রবার ইনটেলের একটি নথি অনুযায়ী, এই তথ্যটি জানানো হয়েছে।

ট্যান লিপ বু ১৮ মার্চ ইনটেলে সিইও হিসেবে যোগদান করবেন এবং তাকে কোম্পানিটি চিপ ডিজাইন কারখানায় রূপান্তরের দায়িত্বও দিয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে যদি তিনি কোম্পানির মালিকানার পরিবর্তন বা বড় কোনো নিয়ন্ত্রক পরিবর্তন আনতে সক্ষম হন, তবে তিনি ইনটেলের শেয়ারগুলোর দুই তৃতীয়াংশ রাখতে পারবেন।

তিনি ইনটেলের অন্তর্বর্তীকালীন সিইও ডেভিড জিনসনার এবং মিশেল জনস্টন হোলথাউসের স্থলাভিষিক্ত হচ্ছেন। ট্যান ইনটেলের জন্য পরিচিত একজন ব্যক্তি। ২০২২ সালে তিনি ইনটেলের বোর্ডে দায়িত্ব পালন করেছিলেন এবং এর আগেকেডেন্স ডিজাইন সিস্টেম’-এর পরিচালক হিসেবে চিপ শিল্পে অভিজ্ঞতা অর্জন করেছেন।

প্যাট গেলসিঙ্গারের পর দায়িত্ব নিয়েছিলেন ডেভিড এবং মিশেল, কিন্তু ২০২৪ সালের শেষে ইনটেল তাকে কোম্পানির বোর্ড থেকে বরখাস্ত করে। নতুন সিইও হিসেবে ট্যানের আসার পর ইনটেলের শেয়ার দাম ১১ শতাংশ বেড়ে গেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য