অশ্লীল মন্তব্যের বিতর্কে জর্জরিত রণবীরকে কড়া ভাষায় তিরস্কার করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছেন, ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন হয়েছে রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যে।ইউটিউবারের আবেদনের শুনানি চলাকালে আদালত আরও বলেছেন, বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার অধিকার নেই।
সময় রায়নার শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ মা-বাবাকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন রণবীর এলাহাবাদিয়া নামের এক ইউটিউবার। এ ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়; এবার তা থেকে সেই ইউটিউবারকে মুক্তি দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
রণবীরের পরিবার তুলে বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছে সবখানেই। যার ফলে ভারতের বিভিন্ন জায়গা থেকে রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের হতে থাকে। আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। দেশজুড়ে দায়ের হওয়া যাবতীয় অভিযোগের বিচার যেন একসঙ্গে হয় এবং গ্রেপ্তারি এড়াতে যেন আগাম জামিন দেওয়া হয়- শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?