clock ,

ইউক্রেনের বন্দর অধিগ্রহণে আগ্রহী পোল্যান্ড

ইউক্রেনের বন্দর অধিগ্রহণে আগ্রহী পোল্যান্ড

রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের কৌশলগত সম্পদের ওপর আগ্রহ প্রকাশ করলো পোল্যান্ড। কৃষ্ণ সাগর তীরবর্তী ইউক্রেনের প্রধান বন্দর ওডেসার একটি অংশ অধিগ্রহণ করার প্রস্তাব দিয়েছেন পোল্যান্ডের কৃষি গ্রামীণ উন্নয়ন উপমন্ত্রী মিশাল কোলোডজিজ্যাক।

শুক্রবার পোল্যান্ডের পোলস্যাট নিউজ- দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন,“ওডেসার একটি অংশ আমাদের অধিগ্রহণ করা উচিত, যেখানে পোলিশ এবং ইউরোপীয় শস্য রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে। আমরা চাই কৃষ্ণ সাগরে পোল্যান্ডের একটি নিজস্ব প্রবেশদ্বার থাকুক।

১৭৯৪ সালে তুর্কি দুর্গের জায়গায় রুশ সাম্রাজ্য কর্তৃক প্রতিষ্ঠিত ওডেসা বন্দর বর্তমানে গম, ভুট্টা, সূর্যমুখী তেলসহ কৃষিপণ্যের রপ্তানিতে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ।

মন্ত্রী কোলোডজিজ্যাক জানান, তিনি ইউক্রেনীয়দের কাছ থেকে ওডেসা বন্দরের একটি ঘাট বিক্রয় অথবা ৫০ বছরের জন্য লিজ নেওয়ার প্রস্তাব দিতে চান। দক্ষিণ-পূর্ব পোল্যান্ড থেকে ইউরোপ বিশ্বে শস্য রপ্তানির জন্য এটি একটি কৌশলগত বন্দর হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তার।

ইউরোপীয় ইউনিয়নে (EU) ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কোলোডজিজ্যাক। তিনি বলেন, “আমি ভীত। ইউক্রেন যদি ইইউ-তে যোগ দেয়, তাহলে পোলিশ কৃষিতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।তিনি আরও বলেন, “ইউক্রেনীয় নাগরিকদের ১০ বছরের জন্য পোলিশ কৃষিতে বিনিয়োগ থেকে নিষিদ্ধ করা উচিত।

উল্লেখ্য, ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইইউ-তে যোগদানের আবেদন করে এবং ২০২৩ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়।

যুদ্ধের শুরু থেকেই রাশিয়া বারবার ওডেসা বন্দরে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ইউক্রেনীয় সেনাবাহিনী ওই জলপথ ব্যবহার করে আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে।

২০২২ সালে জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় একটি শস্য রপ্তানি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে। তবে ২০২৩ সালে রাশিয়া ওই চুক্তি থেকে সরে আসে, কারণ হিসেবে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থতার কথা তুলে ধরে।

সম্প্রতি জানা গেছে, ইউক্রেনে সামরিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্র একটি সমুদ্রবন্দর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। এর আওতায় ওডেসা আশপাশের এলাকায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য