clock ,

মিয়ানমারে ত্রাণ দিতে গিয়ে চাকরি হারালেন তিন মার্কিন কর্মী

মিয়ানমারে ত্রাণ দিতে গিয়ে চাকরি হারালেন তিন মার্কিন কর্মী

মিয়ানমারে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড-এর তিনজন সহায়তা কর্মী। সংস্থাটির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্শা ওয়াং রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াং জানান, গত শুক্রবার মিয়ানমারে পৌঁছানোর পরপরই ওই তিন কর্মকর্তাকে জানানো হয়, তাদের পদ বাতিল করা হয়েছে। তারা তখনো ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা সরবরাহে সক্রিয়ভাবে কাজ করছিলেন। ইউএসএইড-এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিসটেন্স-এর সাবেক উপপ্রশাসক ওয়াং বলেন, “এই দলটি অক্লান্ত পরিশ্রম করছে। আর ঠিক এমন একটা মুহূর্তে চাকরি হারানোর খবর মানসিকভাবে ভেঙে দেয়।

মিয়ানমারে . মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে ,৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির জন্য মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিলেও ইউএসএইডে চলমান বাজেট সংকোচন কার্যকর ত্রাণ তৎপরতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর বিপরীতে চীন, ভারত রাশিয়া ইতোমধ্যে দ্রুত সহযোগিতা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের তুলনায় তাদের তৎপরতা তুলনামূলকভাবে তাৎক্ষণিক ছিল।

এই পরিস্থিতির পেছনে বড় ভূমিকা রাখছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)—একটি নতুন প্রশাসনিক বিভাগ, যার নেতৃত্বে রয়েছেন ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে প্রতিষ্ঠিত এই বিভাগ সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে ইউএসএইড-এর অধিকাংশ কর্মী ছাঁটাই করেছে এবং একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানকে বরখাস্ত করেছে।

ওয়াং বলেন, “ওই তিনজন কর্মী এখন ভূমিকম্পপ্রবণ এলাকায় রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছেন। তাদের আবাসন বা বিকল্প ব্যবস্থা এখনো হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউএসএইড ভেঙে ফেলার অভিযোগ ভিত্তিহীন।

মিয়ানমারে কাজ করা খুব সহজ নয়। দেশটির সামরিক সরকার আমাদের সহায়তা কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে,” বলেন রুবিও।

তিনি আরও জানান, “যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বোচ্চ মানবিক সহায়তাকারী দেশ থাকবে নাএমনটি ভাবার কোনো কারণ নেই। বরং আমরা আশা করি বিশ্বের অন্যান্য ধনী দেশগুলো এখন এগিয়ে আসবে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা আন্তর্জাতিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। বিভিন্ন ত্রাণ সংস্থা জানায়, চাহিদার তুলনায় সাহায্য প্রবাহ মারাত্মকভাবে কম।

রয়টার্স

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য