clock ,

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রদ্রিগেজের

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রদ্রিগেজের

গত বছর কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল কলম্বিয়া। সেই ফাইনালের প্রায় মাস পর রীতিমত অভিযোগ নিয়ে হাজির হয়েছেন হামেস রদ্রিগেজ। ৩৩ বছরের এই মিডফিল্ডারের অভিযোগ ফাইনালে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়ায় শিরোপা বঞ্চিত হয়েছে কলম্বিয়া।

তার অভিযোগ, কলম্বিয়া সেদিন চ্যাম্পিয়ন হতে পারেনি মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। পাশাপাশি টুর্নামেন্টজুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হামেস।রেফারি দুটি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।

ওই হার নিয়ে হামেস বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না। আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়।
উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখে খেলা এই তারকা ২০২৪ সালের কোপায় ছয়টি অ্যাসিস্ট করে ফাইনালে পৌঁছানোর পথে দলের নেতৃত্ব দেন।


 

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য