clock ,

স্কুল ক্রিকেটে মুস্তাকিমের ঐতিহাসিক চারশো রান

স্কুল ক্রিকেটে মুস্তাকিমের ঐতিহাসিক চারশো রান

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। আজ সেন্ট গ্রেগরি হাইস্কুলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৫০টি চার ২২টি ছক্কার সাহায্যে একাই চারশো রান করেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটসম্যান। বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ব্যাটার চারশো রানের মাইলফলক ছুঁলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঢাকা জেলার এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ক্যামব্রিয়ান মাত্র উইকেটে ৭৭০ রান করে। মুস্তাকিম ১৭০ বলে ৪০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। তার সঙ্গী সাদ পারভেজও ছিলেন বিধ্বংসী, ১২৪ বলে ৩২টি চার ১৩টি ছক্কায় করেন ২৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে সেন্ট গ্রেগরি মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়! ফলে ক্যামব্রিয়ান ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল এক রেকর্ড।

মুস্তাকিমের ঐতিহাসিক ইনিংসের প্রশংসা করে প্রাইম ব্যাংক তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অংশ হওয়ায় মুস্তাকিমকে ধন্যবাদ, অভিনন্দন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য