২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পর এবার অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ ১৯ মার্চ (বুধবার), বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। লুৎফুজ্জামান বাবরের পক্ষে মামলায় শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন, তার বাসায় লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অভিযোগে।
খালাসের বিষয়ে অ্যাডভোকেট শিশির মনির বলেন, যৌথবাহিনী বাবরকে গ্রেফতারের সাত দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করা হয়। এজহারে বলা হয়েছিল, একটি লাল-কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগের উল্লেখ ছিল না।
তিনি আরও বলেন, যেই সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়, তা আদালতে উপস্থাপনের জন্য বারবার অনুরোধ করা হলেও বিচারিক আদালতে তা প্রদর্শন করা হয়নি।
এ ছাড়া ঘটনার দিন বাবরের বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আদালতে উপস্থাপনের আবেদন করা হলেও সেটিও গৃহীত হয়নি। মূলত, যৌথবাহিনীর কয়েকজন সদস্য ওই লাল-কালো ব্যাগ নিয়েই বাসায় প্রবেশ করেন। মামলায় দুজন নিরপেক্ষ সাক্ষী ছিলেন—দারোয়ান ও ওয়েল্ডিং মিস্ত্রি—যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন যে, তাদের সামনে অস্ত্র জব্দ করা হয়নি, শুধু তাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?