clock ,

  ব্রেকিং নিউজ
clock
আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল

আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল

গণতান্ত্রিক যুদ্ধ শেষে হলেও ঐক্যের যুদ্ধে আমরা ব্যর্থ হয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সংকীর্ণতা ছাড়িয়ে সুন্দর, সুখী, সমৃদ্ধ, ও প্রেমময় বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

গণতন্ত্রের কথা বললেও তা চর্চার অভাব উল্লেখ করে তিনি বলেন, "এ দেশে একের পর এক গণতন্ত্র হত্যার চেষ্টা হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধিতায় লিপ্ত। তবে সহনশীলতা চর্চার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেলে আমাদের অধিকার অর্জিত হবে।"

তিনি আরও বলেন, "৫২-৫৩ বছরে আমরা এখনো একটি সুখী, শান্তিপূর্ণ, প্রেমময় বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। রাজনীতি সংকীর্ণতার শিকার, আর নৈতিকতার দিক থেকে আমরা নিচের স্তরে নেমে গেছি। আমাদের উচিত ছিল জাতি হিসেবে গর্ব করার মতো কিছু অর্জন করা। এখন আবার নতুন আশা জেগেছে। আমরা একটি স্বপ্ন দেখতে শুরু করেছি—সুখী, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।"

মির্জা ফখরুল বলেন, "আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। পরে গণতান্ত্রিক যুদ্ধ করেছি। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থ হয়েছি। দেশের উন্নয়নে সবাই একত্রে কাজ করতে পারিনি। এই বয়সে এসে মনে হয়, এখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।"

নতুন সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "আমাদের ছেলেরা জীবন দিয়েছে, রাজনৈতিক কর্মীরা অমানবিক নির্যাতন সহ্য করেছে। শত শত নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলার শিকার হয়েছে, অনেককে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতি পার করে আমরা এখন নতুন সম্ভাবনার মুখোমুখি। কিন্তু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারছি না। সংকীর্ণতা পরিহার করে একটি সত্য, সুন্দর, ও সুষ্পষ্ট পথ নির্ধারণ করতে হবে। যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের প্রধান জাহেদা পারভীন। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য