clock ,

  ব্রেকিং নিউজ
clock
আইসিইউতে চিত্রনায়িকা অঞ্জনা

আইসিইউতে চিত্রনায়িকা অঞ্জনা

আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

তবে অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে অঞ্জনাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি।

এদিকে উপমহাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা মিশা সওদাগর। বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছুটে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর নেতৃবৃন্দ। এসময় তারা অঞ্জনার শারীরিক অবস্থার খোঁঁজ খবর নেন।

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারবাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

জানা যায়, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন জ্বরে আক্রান্ত ছিলেন এ নৃত্যশিল্পী। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। পরে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনা রহমানকে।

অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য