পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চমক দেখালেন বাংলাদেশের ক্রিকেটাররা। বোলিং বিভাগে সবচেয়ে বড় অগ্রগতি মুস্তাফিজুর রহমানের, যিনি এক লাফে ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন যৌথভাবে নবম স্থানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৭ রানে গড়ে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তার ধারাবাহিক বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ—যার পুরস্কার এবার র্যাঙ্কিংয়েও মিলেছে।
বোলারদের তালিকায় আরও অগ্রগতি এসেছে শেখ মেহেদী হাসানের (৯ ধাপ এগিয়ে ১৬তম), তানজিম সাকিবের (৯ ধাপ এগিয়ে ৩৭তম), তাসকিন আহমেদের (১ ধাপ এগিয়ে ২৭তম), শরিফুল ইসলামের (১৪ ধাপ এগিয়ে ৪৩তম) এবং রিশাদ হোসেনের (৩ ধাপ পিছিয়ে ২০তম) ক্ষেত্রেও। তবে হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০তম স্থানে।
ব্যাটারদের মধ্যেও দেখা গেছে উল্লেখযোগ্য লাফ। সবচেয়ে বড় অগ্রগতি তানজিদ হাসান তামিমের—১৮ ধাপ এগিয়ে এখন ৩৭তম। জাকের আলী ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৩তম স্থানে, আর পারভেজ হোসেন ইমন ২২ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৬৩ নম্বরে।
তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম স্থানে, কুইন্টন ডি ককের সঙ্গে। অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে এখন ৪৫তম, আর টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া শান্ত নেমে গেছেন ৭৩তম স্থানে (৬ ধাপ পিছিয়ে)।
সামগ্রিকভাবে, পাকিস্তান সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও অবস্থান দুটোই মজবুত করেছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?