clock Sunday, 16 March 2025, ২ চৈত্র ১৪৩১

অবশেষে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’

অবশেষে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফেছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ টিম।

শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিএমপি পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম - মাস ধরে প্রযুক্তিগত নজরদারি চালিয়ে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। অবশেষে পুলিশের ইন্টেলিজেন্স টিম নিশ্চিত করে যে, ছোট সাজ্জাদ বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা করতে এসেছেন। সাদা পোশাকের পুলিশ আগে থেকেই শপিং মলে অবস্থান নেয়। সাজ্জাদ যখন একটি দোকানে প্রবেশ করেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী চান্দগাঁও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ছোট সাজ্জাদ।তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র চাঁদাবাজিসহ ১০টিরও বেশি মামলা রয়েছে।

আলোচিত অপরাধ

২০২৩ সালের ২৮ জানুয়ারি বায়েজিদ বোস্তামীর অক্সিজেন-কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার মোহাম্মদ আনিসকে হত্যা।

২০২৩ সালের ২১ সেপ্টেম্বর চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা।

২০২৪ সালের ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি।

ফেসবুক লাইভে এসে পুলিশের কর্মকর্তাকে হুমকি দেওয়ার পর, সিএমপি কমিশনার ছোট সাজ্জাদের গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেন।

ডিসি আমিরুল ইসলাম জানান, ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

চট্টগ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার গ্রেপ্তারের খবরে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য