মাগুরায় ধর্ষণের শিকার হওয়া ৮ বছর বয়সী শিশুটি অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টায় মারা যায় সে। হৃদয়বিদারক এই ঘটনায় স্তব্ধ পুরো দেশ। সাধারণ মানুষের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও।
তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া
নুসরাত ফারিয়া: কাঁদতে থাকা ইমোজি দিয়ে শুধু লিখেছেন, “আছিয়া।”
ইরফান সাজ্জাদ: “আল্লাহ, আপনি বিচার কইরেন।”
শাহনাজ খুশি: “এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক। মাতৃহীন, ভগ্নিহীন, কন্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাঙ্গারদের আবাদ হোক!”
ফারহান আহমেদ জোভান: “আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।”
পারশা মাহজাবীন পূর্ণি: “মরে গিয়ে বেঁচে গেল।”
চয়নিকা চৌধুরী: “মরে আছিয়া বেঁচে গেলো। আর বুঝিয়ে দিয়ে গেলো অনেক কিছুই। আছিয়া, তীব্র কষ্ট পেয়েছ মা, এবার ঘুমাও। লজ্জিত, ক্ষমার অযোগ্য আমরা।”
আছিয়া চলে গেল। কিন্তু রেখে গেলো হাজারো প্রশ্ন। সমাজ, আইন, বিচার – সবকিছুই যেন প্রশ্নের মুখে। শিশুটির মৃত্যু আমাদের ব্যর্থতা, আমাদের অপারগতা।
এই নির্মম ঘটনায় শুধু বিচার নয়, প্রয়োজন সমাজের মানসিকতার পরিবর্তন। যাতে আর কোনো আছিয়া পৃথিবী থেকে এভাবে হারিয়ে না যায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?