রাজশাহীতে ‘তান্ডব’ সিনেমার শুটিং চলাকালে স্টান্টম্যান মনির হোসেন (৩০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিনেমাটির পরিচালক রায়হান রাফী জানান, “দুপুরে মনির একটি শট দেন এবং তারপর সুস্থভাবেই ইউনিটের সবার সঙ্গে সময় কাটাচ্ছিলেন। দুই-এক ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।”
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সিনেমাটির সেট নির্মাণ করে শুটিং চলছিল। কলাকুশলীরা জানান, মনির শুটিং চলাকালেই শারীরিকভাবে অস্বস্তি অনুভব করেন। তবে শুরুতে তা কেউ বুঝতে পারেননি।
পরিচালক রাফী বলেন, “সকালে তিনি স্ট্রোক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তিনি তা কাউকে বুঝতে দেননি। এই অল্প বয়সে তার মৃত্যু আমাদের সবাইকে ভীষণভাবে ব্যথিত করেছে। মরদেহ তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব।”
স্টান্টম্যান
মনির ঢাকার নারায়ণগঞ্জে বাস করতেন এবং
দীর্ঘদিন ধরে সহকারী ফাইট
ডিরেক্টর নেপালীর সঙ্গে চলচ্চিত্রে কাজ করছিলেন।
নেপালী জানান, “সকাল থেকে মনির
একদম স্বাভাবিক ছিলেন। হাসিখুশিভাবে কাজ করেছেন। শুটিং
শেষে হঠাৎ মাথা ঘোরা
ও বমি শুরু হলে
দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু
ততক্ষণে অনেক দেরি হয়ে
গিয়েছিল।”
স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্র জগতে মনিরের ছিল সক্রিয় উপস্থিতি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘তান্ডব’ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তার বিপরীতে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, যার এটি প্রথম চলচ্চিত্র। সিনেমাটির শুটিং এখনও চলমান।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?