clock ,

বলিভিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে কুমিরে ঘেরা জলাভূমিতে আটকা ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

বলিভিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে কুমিরে ঘেরা জলাভূমিতে আটকা ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

বলিভিয়ার আমাজোনাস অঞ্চলের একটি জলাভূমিতে জরুরি অবতরণের পর একটি ছোট বিমানের পাঁচ যাত্রী কুমিরে ঘেরা অবস্থায় ৩৬ ঘণ্টা আটকা থাকার পর উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর শনিবার স্থানীয় জেলেদের সহায়তায় তাদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনজন নারী, একজন শিশু এবং বিমানটির ২৯ বছর বয়সী পাইলট আন্দ্রেস ভেলার্দে। বলিভিয়ার বেনি বিভাগের জরুরি সেবার পরিচালক উইলসন আভিলা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাইবেশ ভালোঅবস্থায় রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাইলট ভেলার্দে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, উত্তরাঞ্চলীয় বাউরেস শহর থেকে ত্রিনিদাদ শহরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে গেলে তিনি ইতানোমাস নদীর পাশে জলাভূমিতে জরুরি অবতরণে বাধ্য হন।

বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে আমি কোনো বিকল্প না দেখে একটি অগভীর জলাভূমির মধ্যে নামাই,” বলেন পাইলট।

জলাভূমিতে অবতরণের পর যাত্রীরা বিমানের উপর উঠে বসে থাকেন। চারপাশ থেকে বিশালাকৃতির কুমির ঘিরে ফেলে তাদের। কোনো কোনো কুমির প্রায় তিন মিটার দূরত্বে এসে পড়ে। এছাড়া তারা একটি অ্যানাকোন্ডাও দেখতে পান বলে জানিয়েছেন পাইলট ভেলার্দে।

তার ভাষ্য অনুযায়ী, চুইয়ে পড়া পেট্রলের গন্ধে হয়তো প্রাণীগুলো কাছে চলে আসে। পানি বা চলাফেরার কোনো সুযোগ না থাকায়, তারা একজন যাত্রীর সঙ্গে থাকা কাসাভা রুটি ভাগাভাগি করে খান।

৩৬ ঘণ্টা পর স্থানীয় কিছু জেলে জলাভূমিতে বিমানের উপরে বসে থাকা যাত্রীদের দেখতে পান এবং কর্তৃপক্ষকে খবর দেন। এরপর দ্রুত একটি হেলিকপ্টার পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বিমান দুর্ঘটনার কারণ এবং পাইলটের দক্ষ ব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 


বলিভিয়ার আমাজোনাস অঞ্চলের একটি জলাভূমিতে জরুরি অবতরণের পর একটি ছোট বিমানের পাঁচ যাত্রী কুমিরে ঘেরা অবস্থায় ৩৬ ঘণ্টা আটকা থাকার পর উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর শনিবার স্থানীয় জেলেদের সহায়তায় তাদের জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

উদ্ধার পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনজন নারী, একজন শিশু এবং বিমানটির ২৯ বছর বয়সী পাইলট আন্দ্রেস ভেলার্দে। বলিভিয়ার বেনি বিভাগের জরুরি সেবার পরিচালক উইলসন আভিলা জানিয়েছেন, উদ্ধার হওয়া সবাইবেশ ভালোঅবস্থায় রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাইলট ভেলার্দে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, উত্তরাঞ্চলীয় বাউরেস শহর থেকে ত্রিনিদাদ শহরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে গেলে তিনি ইতানোমাস নদীর পাশে জলাভূমিতে জরুরি অবতরণে বাধ্য হন।

বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে আমি কোনো বিকল্প না দেখে একটি অগভীর জলাভূমির মধ্যে নামাই,” বলেন পাইলট।

জলাভূমিতে অবতরণের পর যাত্রীরা বিমানের উপর উঠে বসে থাকেন। চারপাশ থেকে বিশালাকৃতির কুমির ঘিরে ফেলে তাদের। কোনো কোনো কুমির প্রায় তিন মিটার দূরত্বে এসে পড়ে। এছাড়া তারা একটি অ্যানাকোন্ডাও দেখতে পান বলে জানিয়েছেন পাইলট ভেলার্দে।

তার ভাষ্য অনুযায়ী, চুইয়ে পড়া পেট্রলের গন্ধে হয়তো প্রাণীগুলো কাছে চলে আসে। পানি বা চলাফেরার কোনো সুযোগ না থাকায়, তারা একজন যাত্রীর সঙ্গে থাকা কাসাভা রুটি ভাগাভাগি করে খান।

৩৬ ঘণ্টা পর স্থানীয় কিছু জেলে জলাভূমিতে বিমানের উপরে বসে থাকা যাত্রীদের দেখতে পান এবং কর্তৃপক্ষকে খবর দেন। এরপর দ্রুত একটি হেলিকপ্টার পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বিমান দুর্ঘটনার কারণ এবং পাইলটের দক্ষ ব্যবস্থাপনা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য