clock ,

৭৮তম কান উৎসবে বাংলাদেশের ‘আলী’: শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন

৭৮তম কান উৎসবে বাংলাদেশের ‘আলী’: শর্ট ফিল্ম বিভাগে মনোনয়ন

বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রআলীজায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। ১৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য (Short Film Competition) বিভাগে নির্বাচিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে কান উৎসব কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতা বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এরপরই নির্মাতা আদনান আল রাজীব নিজেও এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার চলচ্চিত্র নির্বাচনের খবর নিশ্চিত করেন।

আলীচলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন পরিচালনা করেছে বাংলাদেশের রানআউট ফিল্মস।

এই কৃতিত্বপূর্ণ অর্জনে আবেগ ধরে রাখতে পারেননি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা এবং নির্মাতা রাজীবের মেন্টর মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,

কিছু খবর আপনাকে আবেগপ্রবণ করে তোলে। এটাও তেমন একটি খবর! আঠারো বছর আগে যখন আদনান প্রথম মহাখালীতে আমার বাসায় এসেছিল, আমি দেখেছিলাম এক ছেলেকেযে নিজেকে প্রমাণ করতে চায়, একটা ছাপ ফেলতে চায়! গতকাল যখন সে আমাকে ফোন করে জানাল যে তার শর্ট ফিল্মআলীকান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, আমি আনন্দে উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম! এটি প্রথম কোনো বাংলাদেশি শর্ট ফিল্ম যা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সাফল্য!”

চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে নির্মাতা আদনান আল রাজীব বলেন, “ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।

এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হবে ১৩ মে, চলবে ২৩ মে পর্যন্ত। ৭৮তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিখ্যাত ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশে।

আলী’- মনোনয়ন শুধু নির্মাতা রাজীবের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও একটি গর্বজনক অধ্যায়। এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের আরও চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য