খেলার মাঠে দাপুটে উপস্থিতির পর এবার রূপালি পর্দায় নাম লেখালেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। হলিউডের অ্যাকশন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন তিনি।
রোনালদো এবার হাত মিলিয়েছেন হলিউডের বিখ্যাত পরিচালক ম্যাথিউ ভন-এর সঙ্গে। দুজনে মিলে গড়েছেন একটি স্বতন্ত্র চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান—‘ইউআরমার্ভ’ (UARMRV)। ম্যাথিউ ভন এর আগে ‘কিংসম্যান’, ‘এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস’ ও ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’ এর মতো ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেছেন।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে রোনালদো বলেন “এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়। আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি। এটা এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।”
পরিচালক ম্যাথিউ ভন বলেন— “ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যা আমি কখনও লিখতেও পারতাম না। এবার আমরা একসঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা বানাবো। রোনালদো নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো।”
এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে দুটি অ্যাকশন মুভির প্রযোজনা ও অর্থায়ন সম্পন্ন হয়েছে। তৃতীয় সিনেমার প্রস্তুতি চলছে পুরোদমে। যদিও এখনও কোনো সিনেমার নাম বা মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই অফিশিয়াল ঘোষণা আসার প্রত্যাশা করা হচ্ছে।
ইউআরমার্ভ’ প্রযুক্তি ও ঐতিহ্যের সংমিশ্রণে এমন এক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা খেলাধুলা ও গল্প বলার জগতে নতুন মানদণ্ড তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফুটবল মাঠ থেকে হলিউডের ক্যামেরার সামনে—রোনালদোর এই রূপান্তর কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা। ভক্তরা আগ্রহভরে তাকিয়ে আছেন এই নতুন ‘অ্যাকশন হিরো’র দিকে!
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?