clock ,

সিলেটে রনজিত দাসের আত্মজীবনীর আত্মপ্রকাশ

সিলেটে রনজিত দাসের আত্মজীবনীর আত্মপ্রকাশ

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ক্রীড়াবিদ রনজিত দাসের আত্মজীবনীক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’-এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিলেটে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় লেখকের নিজ বাসভবন করেরপাড়ার কমলাকান্ত ভবনে আয়োজিত অনুষ্ঠানটি রূপ নেয় এক আবেগঘন স্মৃতিময় মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক মো. ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন পাক্ষিকক্রীড়াজগতপত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ।

আত্মজীবনী প্রকাশ উপলক্ষে স্মৃতিচারণ শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন ক্রীড়াঙ্গনের একাধিক পরিচিত মুখ। বক্তৃতা দেন প্রাক্তন ফুটবলার এলহাম সুলতান, আজাদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মান্নান, সাবেক খেলোয়াড় প্রবীর রঞ্জন দাশ ভানু, ক্রীড়া সংগঠক নিষেন্দু দেব নাকু রতন মজুমদার, বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমেদ নান্নু।

সময় তাঁরা রনজিত দাসের খেলোয়াড়ি জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে লেখকের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহধর্মিণী রেখা দাস, সন্তান রীমা দাস, রূপা দাস রাজীব দাস, এবং জামাতা নির্মল কান্তি তালুকদার কাজলকান্তি দাস।

আত্মজীবনীটি ক্রীড়াজীবনের পথচলা অভিজ্ঞতার দলিল হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য