বেশ ক’দিন যাবত সিঙ্গাপুরে গমনেচ্ছুরা অনলাইনে IPA Attestation নিয়ে সমস্যায় পড়ছেন। অনেকের টিকেট, সিকিউরিটি বন্ড কনফার্ম থাকা সত্বেও IPA Attestation অনলাইন না হওয়ায় বিএমইটি কার্ড হচ্ছে না৷ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের বর্হিপ্রকাশ দেখা গেছে। অনেক কোম্পানি এজেন্টদের সাথে বাজে ব্যবহার করছে এমনকি আইপিএ ক্যান্সেল করে দেওয়ার কথাও বলছে এমনটাও শোনা গেছে। সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশন এ সংক্রান্ত জরুরি ঘোষণা দিয়েছে। হাইকমিশনের ঘোষণাটি হুবহু অনুবাদ করে দেওয়া হলো-
সিঙ্গাপুরে আইপিএ অনুমোদন সংক্রান্ত জরুরি নোটিশ
শুভেচ্ছা গ্রহণ করুন!
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী (স্মারক নম্বর: ৪৯.০০.০০০০.০৪৮.১১.০১৭.২১.১১৯, তারিখ: ১৭ এপ্রিল ২০২৫), সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের আইপিএ অনুমোদন সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
অতএব, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন নতুন কোনো আইপিএ অনুমোদন আবেদন গ্রহণ করবে না এবং হাই কমিশনের অনলাইন আইপিএ অনুমোদন সেবাও ১৮ এপ্রিল ২০২৫ থেকে বন্ধ থাকবে।
আপনাদের সদয় সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
সৌজন্যসহ,
বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?