সিঙ্গাপুরে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সভা শেষে সোমবার (১৫ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
বৈঠকে দুই পক্ষই ২০২৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া শুল্ক সহযোগিতা, দ্বৈত কর পরিহার, অপরাধ সংক্রান্ত পারস্পরিক আইনি সহায়তা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন।
পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন এবং উন্মুক্ত বাজারনীতির প্রশংসা করেন। একইসঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সিঙ্গাপুর সরকারের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সিঙ্গাপুরের বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সেরামিক, সাইকেল, গৃহস্থালি টেক্সটাইল এবং জুতা রপ্তানির সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে জসিম উদ্দিন জ্বালানি, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, বন্দর ও বিমানবন্দর অবকাঠামো, নগর উন্নয়ন ও কৃষি প্রক্রিয়াকরণ খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি, স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের ভূমিকা প্রশংসা করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সমস্যা সমাধানে তার দেশের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। একইসঙ্গে বাংলাদেশকে আসিয়ান (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় সিঙ্গাপুরের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান।
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে রাজনৈতিক পর্যায়ের নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?