শ্রমিকদের বর্তমান অবস্থার উন্নতি ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বৈষম্যহীন দেশ গড়তে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন অত্যাবশ্যক। শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নই হবে এর প্রথম ধাপ।”
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “গণঅভ্যুত্থানে শ্রমিকরা যেমন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন, আজ দেশ গড়ার আন্দোলনেও তাদের সঠিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের কাজ হবে কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করা এবং তা অনুসরণ করা।”
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত এ দিবসে ৫ জন শ্রমিক পরিবারের হাতে কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।
এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?