ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে চীন। ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বুধবার পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন বলে জানা গেছে।
প্রথমে জানানো হয়েছিল, চারজন বর্তমান ও একজন সাবেক সদস্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে পরে নিশ্চিত করা হয়, শুধুমাত্র চারজন বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্যই এ সিদ্ধান্তের আওতায় পড়ছেন। চীনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২১ সালে উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে পশ্চিমা দেশগুলো। এর জেরে ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য চীনের বিরুদ্ধে সরব হন। পাল্টা প্রতিক্রিয়ায় চীন ওই চারজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের মধ্যে বিনিয়োগ চুক্তির অনুমোদন প্রক্রিয়া থেমে যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এমন প্রেক্ষাপটে ইউরোপের সঙ্গে সম্পর্ক মেরামতের অংশ হিসেবে চীন এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, "চীন ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী।" নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্য দিয়ে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?