ঢাকায় শীত আরও বাড়তে পারে গতকালের তুলনায় আজ (২৩ জানুয়ারি) ঢাকায় তাপমাত্রা কমে ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকালের তুলনায় আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?