clock ,

ব্যান ঠেকাতে টিকটকের ‘ইউএস ইউনিট’

ব্যান ঠেকাতে টিকটকের ‘ইউএস ইউনিট’

আমেরিকায় টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ২০২৪ সাল থেকে শুরু হয়েছিল। মার্কিন কংগ্রেস আইন পাশ করে জানায়, আমেরিকান ক্রেতা না পেলে টিকটককে বন্ধ করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট সেই আইন বহাল রাখলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ব্যানের সময়সীমা পিছিয়ে দেন এবং আলোচনার সুযোগ দেন।

অবস্থায় টিকটক এক বড় চুক্তির মাধ্যমে নতুন পথে হাঁটল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা একটি নতুন মার্কিন সংস্থা (US entity) গঠনের চুক্তি চূড়ান্ত করেছে। এই নতুন সংস্থায় অধিকাংশ মালিকানা থাকবে আমেরিকান বিনিয়োগকারীদের হাতে, যা সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়িয়ে চলার পথ খুলে দিয়েছে।

চুক্তি অনুযায়ী টিকটকের ৮০ শতাংশের বেশি অংশীদারিত্ব থাকবে ওরাকল কর্ণধার ল্যারি এলিসন, প্রাইভেট ইক্যুইটি সংস্থা সিলভার লেক, এবং আবুধাবির MGX-এর কাছে। এছাড়া ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের ইনভেস্টমেন্ট ফার্মও এই উদ্যোগে বিনিয়োগ করেছে। নতুন US entity- সিইও হিসেবে দায়িত্ব নেবেন অ্যাডম প্রেসার

টিকটক জানায়, এই নতুন সংস্থা কঠোর ডেটা সুরক্ষা, অ্যালগরিদম নিরাপত্তা, কনটেন্ট মডারেশন সফটওয়্যার সুরক্ষা নিশ্চিত করবে এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় কাজ করবে।

মার্কিন আইনপ্রণেতারা অভিযোগ করেছিল, টিকটক চিন সরকারের কাছে আমেরিকান ব্যবহারকারীদের তথ্য পৌঁছে দিতে পারেযা টিকটক বারবার অস্বীকার করেছে। এই নতুন চুক্তির ফলে আপাতত টিকটক এবং লক্ষ লক্ষ আমেরিকান ব্যবহারকারী স্বস্তিতে ফিরে এসেছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য