আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিনে কলকাতার ‘নেতাজি ভবন’-এ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার এই দিনটি স্মরণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজিকে শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শকে অনুসরণ করার শপথ নেন।

অভিষেক X হ্যান্ডেলে লেখেন, নেতাজি ছিলেন “নির্ভীক দেশপ্রেমিক”, যিনি স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তিনি উল্লেখ করেন, নেতাজির ডাকেই দেশ ভয়কে ত্যাগ করে সাহসী হয়েছে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছে। তাঁর বক্তব্য, স্বাধীনতা কোনো উপহার নয়, বরং ত্যাগ, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করা যায় এটাই নেতাজি শিখিয়েছেন।
নেতাজির দেখানো পথে চলার শপথ নিয়ে অভিষেক বলেন, “আজ তাঁকে স্মরণ করে আমরা প্রতিজ্ঞা করি, তাঁর লড়াইয়ের মূল্যবোধ রক্ষা করব ঐক্য, সাহস ও মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা।” তিনি আরও বলেন, নেতাজির আদর্শ আজও পথপ্রদর্শক এবং “শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়াই আমাদের দায়িত্ব।”
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?