স্মার্টফোনে ব্যবহৃত বেশিরভাগ অ্যাপ বিনামূল্যে পাওয়া যায়। তবে কিছু বিশেষ অ্যাপ রয়েছে, যেগুলোর দাম স্মার্টফোনের চেয়েও বেশি। এসব অ্যাপ মূলত পেশাদারদের জন্য তৈরি, যেগুলো কাজকে করে তোলে আরও নিখুঁত ও কার্যকর।
সাইবারটিউনার
পিয়ানো টিউন করার এই অ্যাপটির দাম ৯৯৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা। শুধু কেনাই নয়, নিয়মিত আপডেট ও সাপোর্ট পেতে বছরে আরও প্রায় ৮৫ ডলার খরচ করতে হয়। যুক্তরাষ্ট্রে পেটেন্টপ্রাপ্ত এই প্রযুক্তি পিয়ানো টিউনিং জগতে বড় পরিবর্তন এনেছে। একসময় যেখানে হাজার হাজার ডলারের বিশেষ যন্ত্র ব্যবহার করতে হতো, এখন সেটি সম্ভব হচ্ছে একটি স্মার্টফোন অ্যাপ দিয়েই।
শট ট্রেসার ইভেন্ট
গলফ খেলোয়াড় ও আয়োজকদের জন্য তৈরি আইফোন অ্যাপটির দামও ৯৯৯ ডলার। প্রতিটি শট ভিডিও আকারে রেকর্ড করা ছাড়াও বলের গতিপথ, উচ্চতা ও দূরত্ব নির্ভুলভাবে মাপতে পারে এটি। ২০২৩ সালের পর থেকে নতুন কোনো আপডেট না এলেও এখনও পেশাদার গলফারদের কাছে কার্যকর।
ভেরিটিউনার
পিয়ানো টিউনিংয়ের আরেকটি জনপ্রিয় অ্যাপ ভেরিটিউনার। দাম কিছুটা কম হলেও কিনতে খরচ হবে প্রায় ৬০০ ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা। মূলত বাড়ি ও স্কুলে কাজ করা পেশাদার পিয়ানো শিল্পীদের জন্য এটি তৈরি।
ভার্ট টিম সিস্টেম
আইপ্যাড-ভিত্তিক এই অ্যাপের দামও ৯৯৯ ডলার। ওয়্যারেবল সেন্সরের মাধ্যমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও চোটের ঝুঁকি পর্যবেক্ষণ করে। সাধারণ ফিটনেস ট্র্যাকার যেখানে কেবল ক্যালরি বা স্টেপ গুনে, ভার্ট টিম সিস্টেম পুরো দলকে পর্যবেক্ষণ করে কোচদের দেয় বিশ্লেষণমূলক ড্যাশবোর্ড।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?