clock ,

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ( মে) লন্ডনে সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর সাথে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। 

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।


সাক্ষাতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি সিঙ্গাপুর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান


আলোচনায় বিএনপির চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের গতি-প্রকৃতি, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা এবং প্রবাস থেকে আন্দোলনে সম্পৃক্ততা সহযোগিতা বাড়ানো সহ  বিভিন্ন দিক উঠে আসে তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতাদের সংগঠন পরিচালনায় নিষ্ঠা, ঐক্য এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “দলের লক্ষ্য আদর্শ বাস্তবায়নে প্রবাসী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।একইসঙ্গে তিনি ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এই সাক্ষাৎকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য