আসন্ন রমজান মাসে খতমে তারাবিহ নামাজের সময় সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রায় সব মসজিদে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের প্রচলন থাকলেও, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। এতে কর্মজীবী মুসল্লিরা বিভিন্ন স্থানে নামাজ পড়লে কুরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন না, ফলে তাদের মধ্যে একধরনের মানসিক চাপ ও অতৃপ্তি তৈরি হয়।
এ পরিস্থিতি এড়াতে রমজানের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা (মোট ৯ পারা) এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন ১ পারা করে তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে (শবে কদর) কুরআন খতম করা সম্ভব হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি ও মুসল্লিদের এই একক পদ্ধতি অনুসরণে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে করে সব মুসল্লি সমানভাবে পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব অর্জন করতে পারবেন।
রমজানের পবিত্রতা ও কুরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?