হিন্দি সিনেমার প্লেব্যাক গায়ক অরিজিৎ সিংয়ের গায়কী দিয়ে অনেক সিনেমাই সুপারহিট হয়েছে। তবে এবার আলোচনায় তিনি এক ভিন্ন কারণে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অডিও সংস্থা হিন্দি ভাষায় ৬টি রবীন্দ্রসঙ্গীত প্রকাশের উদ্যোগ নেয়। এর মধ্যে দুটি গানে গায়ক হিসেবে ভাবা হয়েছিল অরিজিৎ সিংকে। কিন্তু সমস্যা বাঁধে তার আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে।
অডিও সংস্থার পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার কিছুদিন পর অরিজিতের সহকারী জানান, প্রতিটি গানের জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেবেন অরিজিৎ। অর্থাৎ দুটি গানের জন্য তিন কোটি রুপি। আর এই খবর শুনে হতবাক হন ভারতীয় গায়ক বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় বলেন, "এটা তো কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়। রবীন্দ্রসঙ্গীতের মতো ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের উদ্দেশ্য। সেখানে এত বিশাল অঙ্কের পারিশ্রমিক চাওয়া একেবারেই অনুচিত।"
তিনি আরও বলেন, "আমরা তো জানি, অরিজিৎ খুবই সাধারণ জীবনযাপন করে। তাই তার সঙ্গে এই টাকার অঙ্কটা মেলাতে পারছি না। গানগুলো গাওয়ার ব্যাপারে তার সঙ্গে ফোনে আমার বিশদ আলোচনা হয়েছিল, কিন্তু পারিশ্রমিক ছাড়া বাকি সবকিছুতেই সে রাজি ছিল!" প্রথমে গান প্রকাশের পর রয়্যালটি ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরে অরিজিতের সহকারী সরাসরি পারিশ্রমিক চেয়ে বসেন। অডিও সংস্থার পক্ষ থেকে বারবার যোগাযোগের পরও অরিজিৎ রাজি হননি।
এ বিষয়ে অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?