আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (২৮ জুন) রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে এক পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সভায় নাহিদ ইসলাম বলেন, “কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সংগ্রামে তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবেন।”
পথসভায় তিনি আখতার হোসেনের হাত তুলে ধরে উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান—তাকে যেন কেউ ছেড়ে না দেন। “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে জেল খেটেছেন আখতার হোসেন। তিনি এই এলাকার গর্ব। এখন সময় তাকে আরও শক্তিশালী করে তোলার,” বলেন নাহিদ ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে এনসিপির নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে ‘জুলাই পদযাত্রা’র সূচনা করেন। দিনভর চলা কর্মসূচির সমাপ্তি ঘটে রংপুরের কাউনিয়ায় রাতের এ পথসভায়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?