clock ,

যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরাইল

যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরাইল

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরাইল। এই প্রস্তাব এখন পর্যালোচনার অধীন রয়েছে বলে জানিয়েছে হামাস। কাতার ও মিশরের মাধ্যমে প্রস্তাবটি পৌঁছানো হয় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটির কাছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের অন্তর্ভুক্তি রয়েছে, যা নিয়ে সংগঠনটির মধ্যে তীব্র আপত্তি রয়েছে। হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবে অন্তত দুটি শর্ত রয়েছে যা তারা কোনোভাবেই গ্রহণ করতে পারে না।

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, “মিশরীয় মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির খসড়া দিয়েছে। তবে তারা সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করলে কোনো চুক্তি সম্ভব নয়।” তিনি আরও বলেন, “প্রতিরোধের অস্ত্র আমাদের রেড লাইন—এটি আলোচনার যোগ্য নয়, এমনকি বিবেচনারও নয়।”

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি ও যেকোনো শান্তিচুক্তি হতে হবে গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং তাদের পূর্ণ প্রত্যাহারকে কেন্দ্র করে।

মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষদের প্রধান ‘আল কাহেরা’ বলেন, “হামাস এখন সময়ের গুরুত্ব বুঝছে এবং আমরা আশাবাদী, তারা দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবে।”

গত ১৯ জানুয়ারি গাজায় কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের পক্ষ থেকেই লঙ্ঘিত হয় ১৮ মার্চ। তারপর থেকে ইসরাইলি বাহিনী নতুন করে হামলা শুরু করে গাজায়।

এদিকে, সোমবার কায়রোতে অনুষ্ঠিত সর্বশেষ যুদ্ধবিরতি আলোচনা কোনো দৃশ্যমান অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানায় মিশরীয় ও ফিলিস্তিনি সূত্র।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য