clock ,

সিঙ্গাপুরে মৌলিক কবিতা ও গানে আয়োজন ‘ঘুমোবো জোছনা জলে’

সিঙ্গাপুরে মৌলিক কবিতা ও গানে আয়োজন ‘ঘুমোবো জোছনা জলে’

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মৌলিক কবিতা গানের এক মনোমুগ্ধকর সন্ধ্যা—‘ঘুমোবো জোছনা জলে শনিবার সন্ধ্যায় সিফাস এনেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে মুগ্ধতা ছড়ায় বাংলা কবিতা সঙ্গীতের সম্মিলিত পরিবেশনা।


যৌথভাবে আয়োজন করেসংগীতাঙ্গন সিঙ্গাপুরএবংকহন আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজনটি ছিল একটি মৌলিক কবিতা গানের যুগলবন্দী প্রযোজনা, যেখানে কবিতা গানের রচয়িতা ছিলেন ফয়েজ তৌহিদুল ইসলাম। সুর সঙ্গীত পরিচালনা করেছেন মনজুরুল মান্নান।

কবিতা আবৃত্তি করেনকহন আবৃত্তি চর্চা কেন্দ্রসিঙ্গাপুরের সদস্য মুশফেকা মিতু, মৌসুমী মুখোপাধ্যায়, তৌহিদা রহমান টিনা, কে এম মাজহারুল আবেদীন, সৈকত চৌধুরী, মো. আজিজুল ইসলাম, মো. হায়দার আলী মাসুম। সঙ্গীত পরিবেশন করেনসংগীতাঙ্গন সিঙ্গাপুর’-এর শিক্ষক সঙ্গীত শিল্পী সোমদত্তা গোস্বামী, অলিম্পন মুখার্জীম, সুসান দে মনজুরুল মান্নান। যন্ত্রসঙ্গীতে অংশ নেন রোনাল্ড টনি হীরা (কিবোর্ড) , মনজুরুল মান্নান (হারমোনিয়াম) শুভেন্দু মুখার্জী (তবলা)


 ‘কহন আবৃত্তি চর্চা কেন্দ্র’-এর সদস্য মাজহারুল আবেদীন জানান, শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক-শ্রোতারা মনোযোগ আগ্রহের সঙ্গে পরিবেশনা উপভোগ করেছেন। প্রবাসে বসবাস করলেও বাংলা সংস্কৃতির প্রতি মানুষের টান ভালোবাসা যে কতটা গভীর, তার প্রতিফলন ঘটেছে এই আয়োজনে।সঙ্গীতাঙ্গন সিঙ্গাপুর’-এর চেয়ারম্যান জাহানারা খান বেবী বলেন, “এই আয়োজন আমাদের সংস্কৃতির ধারাবাহিক চর্চার একটি অংশ। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা।অনুষ্ঠানের ছবি ভিডিও ধারণে ছিলেন . মশিউর রহমান।


বাংলা ভাষা, সাহিত্য সঙ্গীতকে প্রবাসে ধরে রাখার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। সংস্কৃতিপ্রেমীদের মতে, এই আয়োজন শুধুমাত্র বিনোদনের নয়, এটি ছিল সংস্কৃতির চর্চা উত্তরাধিকার প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অনন্য প্রয়াস।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য