clock ,

যার নামে ট্রফি তাকেই ডাকা হলো না মঞ্চে

যার নামে ট্রফি তাকেই ডাকা হলো না মঞ্চে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বর্ডার-গাভাস্কার ট্রফির ফাইনাল ম্যাচ শেষে ক্রিকেটপ্রেমীরা এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন। পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি তুলে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যালান বর্ডার, কিন্তু তার পাশে দেখা গেল না ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারকে। মঞ্চের পাশে একা দাঁড়িয়ে থাকা গাভাস্কারকে দেখে হতবাক হন অনেকে।

নিয়ে ক্ষোভ প্রকাশ করে গাভাস্কার সরাসরি প্রশ্ন তুলেছেন, “শুধু আমি ভারতীয় বলে?” কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্ডার-গাভাস্কার ট্রফি দুই দেশের যৌথ সম্মানের প্রতীক। আমি মাঠেই ছিলাম। কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া জিতেছে বলে আমাকে উপস্থাপনা থেকে বাদ দেওয়া হলো? এটি ঠিক হয়নি। আমি আমার বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে ট্রফি প্রদান করতে পারতাম।

জানা গেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল, অস্ট্রেলিয়া জিতলে বর্ডার ট্রফি তুলে দেবেন, আর ভারত জিতলে বা ড্র হলে গাভাস্কার তা করবেন। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে গাভাস্কারকে আগে থেকে কিছু জানানো হয়নি। কারণেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

এবারের সিরিজে অস্ট্রেলিয়া - ব্যবধানে জয়ী হয়ে এক দশক পর ট্রফি পুনরুদ্ধার করেছে। সিডনি টেস্টে ভারতীয় দল মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায়। স্কট বোল্যান্ড প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ের সামনে ভারতের ব্যাটিং লাইনআপ টিকতে পারেনি। অস্ট্রেলিয়া সহজেই উইকেটে জয় নিশ্চিত করে।

বর্ডার-গাভাস্কার ট্রফির ইতিহাস

১৯৯৬-৯৭ সাল থেকে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ হিসেবে বিবেচিত হয়। এবারের সিরিজে দর্শক সংখ্যা রেকর্ড ভেঙেছে। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে সুনীল গাভাস্কারকে উপেক্ষা করার ঘটনাটি সিরিজের অর্জনকে ছাপিয়ে গেছে এবং ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছে।

এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও হতাশা প্রকাশ করেছেন। অনেকেই একে খেলাধুলার স্পিরিটের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য