যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত ২৬ মার্চ যথাযথ ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকালে হাইকমিশন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন মান্যবর হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। পাশাপাশি, মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বিশেষ ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাননীয় হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, স্বাধীনতার চেতনায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত রাখবে। হাইকমিশনার এ শুভদিনে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিকামী বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সন্ধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশনে এক গণজমায়েত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?