clock ,

যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গত ২৬ মার্চ যথাযথ ভাবগাম্ভীর্য বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকালে হাইকমিশন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন মান্যবর হাইকমিশনার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এনডিসি। এরপর মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। পাশাপাশি, মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ইতিহাস তুলে ধরে বিশেষ ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। 



দিবসের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মাননীয় হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধ ২০২৪ সালের জুলাই-আগস্টে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, স্বাধীনতার চেতনায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অগ্রযাত্রা অব্যাহত রাখবে। হাইকমিশনার শুভদিনে একটি সুখী, সমৃদ্ধ শান্তিকামী বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


সন্ধ্যায় মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে হাইকমিশনে এক গণজমায়েত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য