clock ,

মোদিকে বিশেষ উপহার ড. ইউনূসের

মোদিকে বিশেষ উপহার ড. ইউনূসের

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সময় দুপুরের পর ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠক শেষে অধ্যাপক ইউনূস ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপহার দেন। ওই অনুষ্ঠানে মোদির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন তিনি, এবং আজকের উপহার হিসেবে সেই ছবিই মোদির হাতে তুলে দেন ইউনূস।

এটি ছিল অধ্যাপক ইউনূসের দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠক। চলমান রাজনৈতিক টানাপোড়েন গত আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্ক কিছুটা জটিলতা দেখা দিলেও, এই বৈঠকে উভয় নেতার মধ্যে আন্তরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের আগের দিন, বৃহস্পতিবার, বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে একই টেবিলে বসেন দুই নেতা। সেখানে তারা কুশল বিনিময় করেন। এই আয়োজনটি করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

এদিকে, অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য। এবারের সম্মেলনে বাংলাদেশ সংগঠনটির পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য